সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন সংসদে পাসের দাবি
তামাকজাত দ্রব্যের মোড়কে দুর্বল সতর্কবাণী, স্বল্পমূল্য, তামাকের ক্ষতিকর বিষয় ও আইন সম্পর্কে সচেতনতার অভাব এবং আইন বাস্তবায়ন দুর্বলতার কারণে বাংলাদেশে তামাকের ব্যবহার বেড়ে চলেছে। তামাকের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন পাসের পর এ পর্যন্ত চিহ্নিত দুর্বলতাগুলো দূর করতে যে খসড়া সংশোধনী প্রস্তুত করা হয়েছে, তা ইতোমধ্যে মন্ত্রীসভা অনুমোদন করেছে। জনস্বাস্থ্য উন্নয়নসহ তামাকজনিত মৃত্যু ও পঙ্গুত্বের বোঝা এবং এর ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে সংশোধনী বিল আগামী সংসদ অধিবেশনেই পাস করতে হবে।