News
১১ সেপ্টেম্বর, ২০১৯ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক ঢাকা বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ তামাক বিরোধী জোট, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) মো. সাইদুর রহমান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও যুগ্ম-সচিব মো. খায়রুল আলম শেখ, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সেলিম রেজা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এ কে এম মাসুদুজ্জামান এবং রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম সুজন এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের গবেষণা সহকারী ও প্রকল্প কর্মকর্তা ফারহানা জামান লিজা। এ সময় ঢাকা বিভাগের ১৩টি জেলার সকল সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা রেঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এ বাশার তালুকদার, বিএসটিআই-এর সহকারী পরিচালক মো. এনামুল হক, সিদ্ধেশ্বরী মহিলা কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আক্তারসহ বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীসংক্রান্ত আইন বাস্তবায়নে ঢাকা বিভাগের সব জেলা প্রশাসক, সিভিল সার্জন ও জেলা ম্যাজিস্ট্রেটদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।