২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে জনস্বাস্থ্য উপেক্ষিত হয়েছে
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় “তামাকমুক্ত বাংলাদেশ” গড়তে নানা ভবিষ্যত পদক্ষেপ গ্রহণের কথা বললেও বাজেট প্রস্তাবনায় তার প্রতিফলন অনুপস্থিত। বরং জনস্বাস্থ্যকে উপেক্ষা করে তামাক কোম্পানির স্বার্থ রক্ষা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিড়ির প্রস্তাবিত খুচরা মূল্যস্তর অপরিবর্তিত রাখা হয়েছে। যা দরিদ্র জনগোষ্ঠীকে তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহিত করবে। উচ্চস্তরের সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক অপরিবর্তিত রেখে বহুজাতিক সিগারেট কোম্পানির ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে নিম্নস্তরের সিগারেটে শুল্ক নামমাত্র বৃদ্ধি করা হয়েছে, যা চাহিদা কমানোর ক্ষেত্রে নগণ্য ভূমিকা রাখবে। রপ্তানি তামাকজাত পণ্যের শুল্ক বিলুপ্তি জনস্বাস্থ্য রক্ষায় বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের পরিপন্থী।
 
২৭ জুন, ২০১৮ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ-৩, “২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে তামাক কর: উপেক্ষিত জনস্বাস্থ্য” শীর্ষক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ দাবী করেন। 
 
ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ- ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, জাতীয় যক্ষা নিরোধ সমিতি, ইপসা, এইড ফাউন্ডেশন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ), বাংলাদেশ তামাক বিরোধী জোট, এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাষ্ট আয়োজন করে।
 
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সভাপতি ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টুর সভাপত্বিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হায়দার, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদুর রহমান, এইড ফাউন্ডেশনের এডভোকেসী অফিসার আবু নাসের অনিক। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যুরো অফ ইকোনোমিক রিসার্চ এর ফোকাল পার্সন অধ্যাপক ড. রুমানা হক। সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট’র পরিচালক গাউস পিয়ারী। 
 
মোজাফফর হোসেন পল্টু বলেন, বাংলাদেশে অসংক্রামক রোগের কারনে মৃত্যু ৬৭% এ এসে দাড়িয়েছে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের অন্যতম উপায় তামাকজাত পণ্যের উপর উচ্চহারে করারোপ। কিন্তু, এবারের বাজেটেও তামাকজাত দ্রব্যের উপর কর আরোপ প্রক্রিয়া হতাশ করেছে তামাক বিরোধী সংগঠনগুলোকে। তামাক বিরোধী সংগঠনগুলো মনে করে, এবারের কর তামাক বিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে মানুষকে তামাক ব্যবহারে উৎসাহী করতে তামাক কোম্পানিগুলোকে আরো সুযোগ করে দিবে।  মাননীয় অর্থমন্ত্রী এবং সকল সংসদ সদস্যদের প্রতি তামাক কোম্পানীর স্বার্থ না দেখে জনস্বাস্থ্য উন্নয়ন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণে সহায়ক এমন একটি বাজেট পাসে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি, যা অর্থ, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি রাষ্ট্রের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।
   
মুল প্রবন্ধে অধ্যাপক ড. রুমানা হক বলেন , প্রতি বছরই জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তামাক নিয়ন্ত্রণে কার্যরত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সারাদেশে তামাকজাত পণ্যের উপর উচ্চহারে করারোপ করার দাবী জানানো হয়। কর বৃদ্ধির সাথে সম্পৃক্ত নীতি নির্ধারকদের আশ্বাসও পাওয়া যায় কিন্তু প্রস্তাবিত বাজেটের চিত্র সম্পূর্ণই ভিন্ন। তামাক প্রক্রিয়াজাতপূর্বক রপ্তানী উৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর আরোপিত ২৫% রপ্তানী শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। যা পক্ষান্তরে তামাক চাষকে আরো উৎসাহিত করবে। দেশের খাদ্যশষ্য উৎপাদনযোগ্য জমির পরিমান হ্রাস পাবে। তামাকের ব্যবহার ৩০% কমিয়ে আনার যে বৈশি^ক প্রতিশ্রুতি নিয়ে বিশ^ব্যাপী তামাক নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, এমতাবস্থায় বাংলাদেশে তামাক ব্যবহারকে উৎসাহিত করতে এ ধরনের পদক্ষেপ কোনভাবেই গ্রহনযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ গ্রহন করা হলে তা তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিপক্ষে অবস্থান করা হবে। সরকার একদিকে বাংলাদেশে তামাকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে, অন্যদিকে তামাক রপ্তানিতে শুল্ক কমানোর সুবিধা প্রদানের প্রস্তাবের মাধ্যমে অন্যান্য দেশগুলোতে তামাক সরবরাহে উৎসাহ প্রদান করার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে নিজেদের অবস্থানকে বিতর্কিত করে তুলছে।
 
সংবাদ সম্মেলনে তামাক কোম্পানীর স্বার্থ না দেখে জনস্বাস্থ্য উন্নয়ন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণে সহায়ক এমন একটি বাজেট পাসে কার্যকর পদক্ষেপ গ্রহণের স্বার্থে নিন্ম সুপারিশসমূহ করা হয়।
  • তামাকজাত দ্রব্যের কর কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করা;
  • পুরো কর ব্যবস্থাকে আধুনিকীকরণ করা;
  • কার্যকর তামাক নিয়ন্ত্রণে তামাকজাত দ্রব্যকে একক কর কাঠামোর আওতায় আনা;
  • জাতীয় রাজস্ব বোর্ডের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে তামাক কর প্রশাসন ব্যবস্থাকে শক্তিশালী এবং কার্যকর করা এবং কর ফাঁকির দন্ড নিশ্চিত করা;
  • তামাকজাত দ্রব্য উৎপাদন এবং বিপননে জড়িত সকলকে লাইসেন্সিং এর আওতায় আনা;
  • নিয়মিতভাবে করের সাথে আয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফিতীর সামঞ্জস্য করা;
  • সব ধরনের তামাকের কর এর ভিত্তি সর্বোচ্চ খুচরা মূল্যে নির্ধারণ করা;
  • সব ধরনের তামাক পণ্যকে মোড়কীকরনের আওতায় নিয়ে আসা;
  • দাম পরিবর্তনের প্রতিক্রিয়ায় ব্র্যান্ড পরিবর্তনের জন্য সুযোগ কমাতে সব ধরনের তামাক পণ্যের মধ্যে মূল্য বৃদ্ধির মধ্যে সামঞ্জস্য রাখা;
  • তামাকের উপর করারোপের ক্ষেত্রে এডভেলোরেম পদ্ধতির পরিবর্তে এক্সাইজ ট্যাক্স চালু করা;
  • তামাক পাতা প্রক্রিয়াজাতকরনে ব্যবহৃত চুল্লীর উপর নির্দিষ্ট মেয়াদে লাইসেন্স ফি আরোপ করা;
  • সব ধরনের ই-সিগারেট এর উৎপাদন, বিপনন এবং আমদানী নিষিদ্ধ করা;
  • স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বৃদ্ধি করে ২% করা।