News
তামাক কোম্পানির সাথে সকল আলোচনার স্বচ্ছতা নিশ্চিত ও তামাকজাত দ্রব্যে উচ্চহারে করারোপ দাবী
তামাক বিরোধী সংগঠনসমূহ জানতে পারে ২৩ এপ্রিল, ২০১৮ বিকালে বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচার এসোসিয়েশন এর সাথে জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা সভা আযোজন করে। তামাক কোম্পানির সাথে সকল আলোচনার স্বচ্ছতা নিশ্চিত ও আসন্ন বাজেটে সকল তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে করারোপের দাবী জানিয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তামাক বিরোধী সংগঠনসমূহ। তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে “তামাকমুক্ত বাংলাদেশ” গড়ার সংকল্প বাস্তবায়নে সরকার যখন তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে তখন বাজেটের আগে তামাক কোম্পানীগুলো বিভিন্ন সময় বিভ্রান্তকর তথ্য প্রদান করে সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে চাইবে। এই অপপ্রচারে সকলকে সজাগ থাকতে হবে। জনস্বার্থে সকল প্রকার তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপ এবং একটি শক্তিশালী কর নীতি প্রণয়ন করতে হবে।
বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক হেলাল আহমেদ এর সভাপতিত্বে মানবন্ধনে অংগ্রহণ করেন তামাক বিরোধী নারী জোটের সদস্য রোকেয়া বেগম, নাটাব এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, হীল এর প্রতিষ্ঠাতা সদস্য জেবুন্নেসা চৌধুরীসহ ডাব্লিউবিবি ট্রাস্ট’র নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার, প্রত্যাশাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধবৃন্দ।