১৬ জানুয়ারী ২০২০ বুধবার সকাল ১১টায় ধানমন্ডিস্থ আবহানী মাঠের সামনে অনতিবিলম্বে ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ এর অর্থকরী ফসলের তালিকা থেকে তামাককে বাদ দেওয়ার দাবীতে অবস্থান কর্মসূচী ও সব্জী মিছিলের আয়োজন করা হয়েছে।
স্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ সকল ক্ষেত্রেই তামাক উন্নয়নের অন্তরায়। তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সরকার সহায়ক নীতি প্রণয়নের পাশাপাশি ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এমতাবস্থায় জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণের উদ্দেশ্যে প্রণীত কৃষি বিপণন আইন, ২০১৮ তে তামাককে অর্থকরী ফসলের তালিকায় রাখা অত্যন্ত বিস্ময়কর। এ আইনে তামাক অর্থকরী ফসল হিসাবে উল্লেখ থাকায় আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হলে সরকারের সহায়তায় তামাকের ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারণ ঘটবে। পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।
বাংলাদেশের সংবিধান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এ তামাক জাতীয় ফসল উৎপাদন ও চাষ নিরুৎসাহিত করবার জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এর কথা উল্লেখ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে “তামাকমুক্ত বাংলাদেশ” গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তামাককে অর্থকরী ফসলের তালিকায় রেখে নতুন আইন প্রণয়ন সংবিধান, রাষ্ট্রীয় আইন ও মহামান্য হাইকোর্টের রায় অবমাননার সামিল। যা সার্বিক তামাক নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় ১৬ জানুয়ারী ২০২০ বুধবার সকাল ১১টায় ধানমন্ডিস্থ আবহানী মাঠের সামনে অনতিবিলম্বে ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ এর অর্থকরী ফসলের তালিকা থেকে তামাককে বাদ দেওয়ার দাবীতে অবস্থান কর্মসূচী ও সব্জী মিছিলের আয়োজন করা হয়েছে।