News
বাংলাদেশ তামাক বিরোধী জোট এর একটি প্রতিনিধিদল ২৪ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০টায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ এবং গবেষণা বিভাগের পরিচালক ড. মো. নুরুল আমিন এর সাথে পৃথকভাবে তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি বিষয়ে স্বাক্ষাৎ করে।
জোটের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ বলেন, তামাকের কারণে একদিকে স্বাস্থ্য ক্ষতি অন্যদিকে, অর্থনৈতিকভাবে দেশ চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। অসুস্থ্যদের চিকিৎসায় প্রতিবছর স্বাস্থ্যখাতে অপচয় হচ্ছে বিপুল পরিমান অর্থ। এমতাবস্থায় তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধিতে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর সুপারিশ প্রেরণের অনুরোধ জানানো হয়।
বাংলাদেশে তামাকের ভয়াবহতা, স্বাস্থ্যক্ষতি, অর্থনৈতিক ক্ষতির বিষয়ে প্রকৃত তথ্যের ঘাটতি রয়েছে। তামাকের কারণে সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতির ভয়াবহ চিত্র তুলে ধরতে এ বিষয়ে ব্যাপক গবেষণা প্রয়োজন। জোটের পক্ষ থেকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে সহায়ক বিষয়গুলোর উপর গবেষণা পরিচালনা করে সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম গতিশীলকরণে পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানানো হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ, জাতীয় যক্ষা নিরোধ সমিতি’র প্রকল্প সমন্বয়কারী একেএম খলিল উল্লাহ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, প্রকল্প কর্মকর্তা আদিবা কারিন, এইড ফাউন্ডেশনের এডভোকেসী অফিসার আবু নাসের অনীক, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল-টিসিআরসি’র গবেষণা সহকারী মো. মহিউদ্দিন প্রমূখ।