বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর ২০২০ রাজধানীর গেন্ডারিয়া ধূপখোলা মাঠ এলাকায় ‘প্রত্যাশা’ মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে “তামাক বর্জন করুন-হার্ট সুস্থ রাখুন” স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য ধূমপান বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গেন্ডারিয়া ধূপখোলা খেলার মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোলাইখাল মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড ৪৫ এবং ওয়ার্ড ৪৬ এর মশকনিধন কর্মীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
শোভাযাত্রার পূর্বে উদ্বোধন করেন ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. শামসুজ্জোহা। ‘প্রত্যাশা’ মাদক বিরোধী সংগঠনের সাধারন সম্পাদক হেলাল আহমেদ এর সঞ্চালনায় ধূমপান বিরোধী সমাবেশ ও শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, হাসান আসকারী, মো. উবায়দুল হক পাটোয়ারী, মো কাইয়ুম খোকন, এহেতেশাম হিমেল, মো. মিলন, মো. রাসেলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সমাবেশে সামাজিক দায়বদ্ধতার নামে তামাক পণ্যের প্রচারণাকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের দাবী জানান বক্তারা।
প্রধান অতিথি’র বক্তব্যে হাজী মো. শামসুজ্জোহা বলেন, হার্ট ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ কার্যকর রাখতে বিড়ি, সিগারেটসহ সকল প্রকার তামাক পণ্য বর্জন করতে হবে। আমাদের তরুণ সমাজকে তামাক থেকে দুরে রাখতে হবে। দেশী-বিদেশী বহুজাতিক তামাক কোম্পানীগুলো সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আড়ালে নিজেদের প্রচার ও সরকারী বিভিন্ন অধিদপ্তর,মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তাদের ব্যবসায়িক স্বার্থ হাসিল করে। এদের থেকে দুরে থাকা জরুরী।
হেলাল আহমেদ বলেন, দেশে করোনা দূর্যোগ কালেও তামাক কোম্পানীগুলোর প্রতারণা বন্ধ নেই। রাস্ট্রীয় বিভিন্ন সংস্থা যেমন: সিটি কর্পোরেশন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন্ প্রতিষ্ঠানে তথাকথিত সি.এস.আর বা সামাজিক দায়বদ্ধতার নামে গাছের চারা রোপণ, হ্যান্ড স্যনিটাইজার, মাস্ক, পিপিই বিতরণের আড়ালে নিজেদের প্রমোশন চালিয়ে যাচ্ছে, প্রভাব বিস্তার করছে। দেশের যুবসমাজকে তামাকে আসক্ত করতে দেশের বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করছে অধিকাংশ তামাক কোম্পানি। আইন লঙ্ঘণকার ব্যক্তি/প্রতিষ্ঠানকে কঠোর শাস্তির আওতায় আনতে প্রশাসনিক উদ্যোগ জরুরী।
তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা (৫) এর উপধারা-৩ অনুসারে, কোন ব্যক্তি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসাবে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করিলে বা উক্ত কর্মকান্ড বাবদ ব্যয়িত অর্থ প্রদানের ক্ষেত্রে কোন তামাক বা তামাকজাত দ্রব্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম,সাইন,ট্রেডমার্ক,প্রতীক ব্যবহার করিবে না বা করাইবে না। এক্ষেত্রে আইন লংঘনকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।