প্রিয় মহোদয়,
বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
আপনি নিশ্চয় অবগত আছেন, প্রতিবছর জাতীয় বাজেটে রাজস্ব আয় বৃদ্ধি ও তামাকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে” তামাকজাত দ্রব্যের মূল্য নির্ধারণ ও করারোপ করা হয়। কিন্তু করারোপের পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে কাঙ্খিত লক্ষ্য পূরণ সম্ভব হয় না। আমাদের দেশে তামাকজাত দ্রব্যের ওপর অ্যাডভেলোরেম পদ্ধতিতে সম্পুরক শুল্ক আরোপ করা হয়, যা জটিল ও ত্রুটিপূর্ণ। তামাকজাত দ্রব্যের ওপর করারোপর কার্যকর পদ্ধতি হিসাবে “সুনির্দিষ্ট সম্পুরক শুল্ক আরোপ“ পদ্ধতি বিশ্বব্যাপি স্বীকৃত। তাই আসন্ন বাজেট থেকে তামাকজাত দ্রব্যের ওপর করারোপে “সুনির্দিষ্ট সম্পুরক শুল্ক আরোপ“ পদ্ধতির দাবী জানিয়ে আসছে তামাক বিরোধী সংগঠনসমূহ।
এই পরিপেক্ষিতে বাটা, এইড ফাউন্ডেশন ও বিএনটিটিপি যৌথভাবে “তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপের দাবী“তে অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ২২ মে ২০২১ সকাল ১১.০০ টায় মিটিং সফটওয়্যার জুম এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে যুক্ত হতে বিনীত অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জুম লিঙ্ক :
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82561832179?pwd=aHhoZEFuVG1vQkVWN2svOWxES3Nxdz09
Meeting ID: 825 6183 2179
Passcode: 073894