News
খুলনা মহানগরীর দৌলতপুরের ‘সেফ এন্ড সেভ’র পশ্চিম পাশের ‘বাপ্পী টি স্টলে’ ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন করায় দু’জনকে ১৫ হাজার টাকা জরিমানা ও পৃথকভাবে ১৫দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার (২২ মে-২০২১) এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক।
তিনি জানিয়েছেন, ‘ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ’র দুই কর্মচারী প্রোমোশনাল বিজ্ঞাপনের অংশ হিসেবে হ্রাসকৃত মূল্যে বাপ্পী টি স্টলে সিগারেট, দেশলাই ও গ্যাস লাইটার বিক্রয় করছিল। তাদের সরঞ্জামাদি জব্দ করে একজনকে ১০দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর জনকে ৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দৌলতপুর থানার এস আই (নিঃ) ইব্রাহিম তালুকদারসহ সঙ্গী ফোর্স এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়োজিত অর্গানাইজেশন এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক। প্রকাশ্যে ধুমপান রোধে এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।