জনস্বাস্থ্য উন্নয়নে তামাকের ব্যবহার কমিয়ে আনা সরকারের অন্যতম উদ্দ্যেশ্য। আর এই উদ্দ্যেশ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি। কিন্তু দেখা যাচ্ছে তামাক কোম্পানিগুলো মুনাফা অর্জন, ব্যবসা সম্প্রসারণ এবং বিভিন্ন ধরনের সুবিধা আদায়ের জন্য নানা কৌশলে আইন লঙ্ঘন ও হস্তক্ষেপ করছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট দীর্ঘদিন ধরেই তামাক কোম্পানির আইন লঙ্গন এবং হস্তক্ষেপ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করছে।
উক্ত প্রতিবেদন নীতিনির্ধারনী ক্ষেত্রে, গণমাধ্যম ও মাঠপর্যায়ে কর্মরত সংস্থা এবং ব্যক্তির তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে আশা করছি।