“তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগে প্রতিবন্ধকতা ও করনীয়” ভার্চুয়াল মতবিনিময় সভা

প্রেরন করেছেন : admin , Web Developer, kakrail,81/f,dhaka

২৫ মে ২০২১ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে “তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগে প্রতিবন্ধকতা ও করনীয়” শিরোনামে একটি ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

২৫ মে ২০২১ (মঙ্গলবার) সকাল ১১টায় এইড ফাউন্ডেশন, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) যৌথভাবে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে “তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগে প্রতিবন্ধকতা ও করনীয়” শিরোনামে একটি ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করেছে।

মতবিনিময় সভায় আলোচক হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ। 

মতবিনিময় সভাটি অনলাইন মিটিং প্লাটফর্ম ‘জুম’ এ অনুষ্ঠিত হবে।

সভাটিতে আপনার অংশগহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি ।

জুমলিংক:

https://us02web.zoom.us/j/88177369153?pwd=Q2cxT01YR2EvOGZ4eVBpTkVSZ1JpQT09

Meeting ID: 881 7736 9153
Passcode: 202401