বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২০ উপলক্ষ্যে অনলাইন পোস্টার ক্যাম্পেইন

প্রেরন করেছেন : admin , Web Developer, kakrail,81/f,dhaka

দেশের সিংহভাগ জনগোষ্ঠী বয়সে তরুণ। তামাক কোম্পানিগুলোর প্রলোভনে যে তরুণরা ধূমপান শুরু করে, তার একটি উল্লেখযোগ্য অংশ ধূমপানের মাধ্যমে অন্যান্য নেশায় ধাবিত হচ্ছে। সুনাগরিক হিসাবে গড়ে উঠতে ও স্বাস্থ্যকর জীবনের জন্য তরুণদের নেশা থেকে দুরে থাকা ও ইতিবাচক কাজে সক্রিয় রাখা জরুরী।

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২০ উপলক্ষ্যে ২৩ মে,২০২০ ‘একটি অনলাইন পোস্টার ক্যাম্পেইন’ এর আয়োজন করা হয়েছে। এবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে “Protecting youth from industry manipulation and preventing them from tobacco and nicotine use”। “তামাক কোম্পানির কূট কৌশল থেকে তরুণদের রক্ষা করে তামাক ও নিকোটিন ব্যবহার থেকে বিরত রাখুন।” দিবসটি উদযাপনের অংশ হিসাবে বাংলাদেশ তামাক বিরোধী জোট, এইড ফাউন্ডেশন, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন ও ডাব্লিউবিবি ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে আয়োজিত উক্ত ক্যাম্পেইনে দেশব্যাপী জোটভুক্ত সংগঠনসমূহ, বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও সহযোগিতা কাম্য। “তামাক কোম্পানির কূট-কৌশল প্রতিহত করুন; তরুণদের তামাক ও নিকোটিন ব্যবহার থেকে বিরত রাখুন।” আওয়াজ তুলুন যার যার অবস্থান থেকে।

আমাদের ভবিষ্যত প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করতে তামাক কোম্পানিকে প্রতিহত করতে হবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।