১৯৯৯ সালের ৯ অক্টোবর বাংলাদেশ তামাক বিরোধী জোট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১১ সাল থেকে জোট তার প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিকে বেসরকারীভাবে জাতীয় তামাকমুক্ত দিবস’হিসেবে পালন করে আসছে। এবছর “জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক” প্রতিপাদ্যটিকে সামনে রেখে দিবসটি উদযাপনে জোটের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আগামী ০৯ অক্টোবর সকাল ১১:০০টায় শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে একটি অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় তামাকমুক্ত দিবসের কর্মসূচিসমূহ সফল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে কামনা করছি।
জাতীয় তামাকমুক্ত দিবসের কর্মসূচিসমূহ সফল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে কামনা করছি।