News
ভয়েজ অব ডিসকভারীর বিরুদ্ধে অবস্থান
১৯৯৯ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) তাদের একটি বিশেষ ব্রান্ডের প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ভয়েজ অব ডিসকভারি নামে একটি ইয়ট (নৌযান) নিয়ে প্রচারণা শুরু করে। ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে পৃথিবীর প্রায় ১৭টি দেশ পরিভ্রমণ করে নৌযানটির শেষ গন্তব্য ছিল বাংলাদেশ। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-র বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের সাথে যোগাযোগ করে এবং সম্মিলিতভাবে তামাক কোম্পানির প্রচারণা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। সংগঠনগুলো জোটবদ্ধভাবে আন্দোলন পরিচালনার জন্য গঠন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
ভয়েজ অব ডিসকভারির কার্যক্রম প্রতিহত করার লক্ষ্যে তামাক বিরোধী সংগঠনগুলো সম্মিলিতভাবে নানা ধরনের প্রতিবাদমূলক কার্যক্রম গ্রহণ করে। সর্বশেষ তামাক বিরোধী সংগঠনগুলো মহামাহ্য হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন দাখিল করে। তামাক বিরোধী সংগঠনগুলো রীট পির্টিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিএটির সকল প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।