News
সিয়েট ফ্লেইমের মাধ্যমে তামাক বিরোধী প্রচারণা
২০০০ সালে দক্ষিন এশিয়া অঞ্চলে তামাক বিরোধী প্রচারণা জোরদার করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সিয়েট ফ্লেইম SEAAT (South East Asian Anti-Tobacco) Flame নামে এক আলোক মশাল নিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট সম্মিলিতভাবে সারাদেশে এ মশালটি প্রদক্ষিনের উদ্যোগ গ্রহন করে। ডাব্লিউবিবি ট্রাস্টের একটি সংগীত দল গঠন করে। এ সংগিত দলটি মশালসহ সারা দেশে বিভিন্ন স্থানে প্রর্দক্ষিন করে।