“ই-সিগারেট: স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিরোধে করণীয়” শীর্ষক ওয়েবিনার

প্রেরন করেছেন : admin , Web Developer, kakrail,81/f,dhaka

“ই-সিগারেট: স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিরোধে করণীয়” শীর্ষক ওয়েবিনার। ২৭ ডিসেম্বর ২০২০ বিকাল ৩:০০ টা

 
তারিখ ও সময়: ২৭ ডিসেম্বর ২০২০, বিকাল ৩:০০ টায়
 
অতিথি, প্রবন্ধ উপস্থাপক ও আলোচকবৃন্দ:
 
প্রধান অতিথি: ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, মাননীয় সংসদ সদস্য, গাইবান্ধা-১
 
প্রবন্ধ উপস্থাপক: অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত,  বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের উপদেষ্ঠা।
 
এছাড়া ওয়েবিনারে বিশেষ অতিথি আলোচক হিসেবে যোগদান করবেন: বাংলাদেশ তামাক বিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ, আর্ন্তজাতিক সংস্থা দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক এড. সৈয়দ মাহবুবুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র পরিচালক গাউস পিয়ারী মুক্তি।