‘তামাক কর বৃদ্ধি ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক ওয়েবিনার

প্রেরন করেছেন : admin , Web Developer, kakrail,81/f,dhaka

২৪ মে, ২০২১ ‘তামাক কর বৃদ্ধি ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করা হয়েছে।

তামাক নিয়ন্ত্রনে বিশ্বব্যাপী স্বীকৃত উপায়গুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট পন্থা হলো তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়তে হলে তামাকের বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী নীতি প্রণয়নের উপর জোর দেওয়া হয়েছে। উক্ত লক্ষ্যকে বাস্তবে রুপান্তরিত করতে হলে সকল ধরনের তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির পাশাপাশি কর আদায় পদ্ধতিটি অধুনিকায়ন করা অতিব জরুরী।

উপরোক্ত বিষয়ে গুরুত্বারোপ করে ২৪ মে, ২০২১, রোজ সোমবার, সকাল ১১.০০ টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব), টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেল (টিসিআরসি) ও ডাব্লিউবিবি ট্রাস্ট’র সমন্বিত উদ্যোগে ‘তামাক কর বৃদ্ধি ও আধুনিকায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করা হয়েছে।