৯ অক্টোবর ‘জাতীয় তামাকমুক্ত দিবস’

প্রেরন করেছেন : admin , Web Developer, kakrail,81/f,dhaka

১৯৯৯ সালের ৯ অক্টোবর বাংলাদেশ তামাক বিরোধী জোট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১১ সাল থেকে জোট তার প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিকে বেসরকারীভাবে ‘জাতীয় তামাকমুক্ত দিবস’ হিসেবে পালন করে আসছে। এবছর “জীবন বাঁচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি” প্রতিপাদ্যটিকে সামনে রেখে দিবসটি উদযাপনে জোটের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে ০৯ অক্টোবর সকাল ১০:০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৪০ মিনিট স্থায়ী একটি অবস্থান কর্মসূচি এবং সকাল ১১:০০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দিবসের প্রতিপাদ্যের আলোকে একটি সেমিনার আয়োজন করা হয়েছে।

জাতীয় তামাকমুক্ত দিবসের কর্মসূচিসমূহ সফল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে কামনা করছি।