News
গত ১ জুন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারী জেনারেল হেলাল আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর একটি প্রতিনিধিদল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এর সাথে স্বাক্ষাৎ করে। স্বাক্ষাৎকালে অগ্নিকান্ডের ঝুঁকি থেকে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মার্কেটের অভ্যন্তরে ধূমপান থেকে বিরত থাকার সুপারিশ প্রদান করায় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পত্রিকায়বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে ধূমপান থেকে বিরত থাকার বিষয়টি উল্লেখ করার অনুরোধ জানানো হয়। প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন, ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের প্রধান সৈয়দা অনন্যা রহমান, নাটাবের প্রোগ্রাম কো-র্ডিনেটর এ কে এম খলিল উল্লাহ, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকতা সামিউল হাসান এবং মিঠুন বৈদ্য।