ধূমপানমুক্ত সাইন না থাকায় লঞ্চ মালিককে জরিমানা

ধূমপানমুক্ত সাইন না থাকায় লঞ্চ মালিককে জরিমানা

ঢাকা-বরিশাল নৌ-রুটের দুটি লঞ্চ কোম্পানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধূমপানমুক্ত সতর্কীকরণ ব্যবস্থা না রাখার দায়ে এ জরিমানা করা হয়েছে। ১১ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ও সফিউল্লাহ তপন যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৭ ও পারাবাত-১০ কে ১ হাজার কওে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জালাল নামে লঞ্চের এক যাত্রীকেও ৩০০ টাকা জরিমানা করা হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ এর বলে লঞ্চ কোম্পানীকে জরিমানা করা হয়। তামাক নিয়ন্ত্রণ আইনের ২০১৩ সংশোধনী অনুসারে সরকারী ও বেসরকারী পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানমুক্ত সাইন থাকা বাধ্যতামূলক। আইন অমান্যে মালিককে জরিমানার বিধান রয়েছে।