“তরুণ প্রজন্ম রক্ষায়, নীতিতে তামাক কোম্পানীর প্রভাব বন্ধ করুন” শীর্ষক সংবাদ সম্মেলন

প্রেরন করেছেন : admin , Web Developer, kakrail,81/f,dhaka

তামাকের ভয়াবহতা তথা সার্বিক দিক বিবেচনায় আর্ন্তজাতিকভাবে সারাবিশ্বে তামাক নিয়ন্ত্রণে গ্রহণ করা হচ্ছে নানা পদক্ষেপ। বাংলাদেশেও জনস্বাস্থ্যের ওপর তামাকের এই ভয়াবহ ক্ষতিকর প্রভাব বিবেচনা করে আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে অনেক দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি সরকার তামাক নিয়ন্ত্রণ নীতি ও তামাক-কর কাঠামো শক্তিশালীকরণসহ  ‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।
 
সরকার এসকল উদ্যোগকে ব্যহত করতে বরাবরের মত মিথ্যা, বিভ্রান্তিকর ও খ-িত তথ্য উপস্থাপন করে তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন প্রক্রিয়া বানচাল করতে ষড়যন্ত্র ও অপতৎপরতা শুরু করেছে তামাক কোম্পানীগুলো। যা রাষ্ট্রের আইনের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শনের সামিল। তাছাড়া আন্তর্জাতিক নানা গবেষণায় ই-সিগারেট মরাত্বক স্বাস্থ্যহানিকর প্রমাণিত হওয়ার পরেও বাংলাদেশে ই-সিগারেটের বৈধ ব্যবসার সুযোগ দাবী করেছে।
 
বাংলাদেশ তামাক বিরোধী জোট তামাক কোম্পানীর এসকল কার্যক্রমে দারুনভাবে উদ্বেগ প্রকাশ করছে। তাদের এই অপচেষ্টাগুলোকে এখনই প্রতিরোধ করতে না পারলে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের পদক্ষেপসমূহ ও এর বাস্তবায়ন মারাত্বকভাবে ব্যহত হবে।  বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ তামাক বিরোধী জোট উদ্যোগে ২৮ অক্টোবর ২০১৯, বেলা ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “তরুণ প্রজন্ম রক্ষায়, নীতিতে তামাক কোম্পানীর প্রভাব বন্ধ করুন” শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতি কামনা করছি।