News
গৃহে, পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের ভয়াবহ শিকার শিশুরা
পরোক্ষ ধূমপানের মাধ্যমেও শিশুরা টিবি/যক্ষাসহ নানারোগে আক্রান্ত হচ্ছে। আইআরডি-র টারশিয়ারী হাসপাতালে পরিচালিত এক গবেষণায় দেখায় যায় যেসকল বাড়ীতে বড়বা ধূমপান করে এমন বাসায় ৬৭.১৫% শিশুর মাঝে টিবি রয়েছে। ১৫ জানুয়ারী, ২০১৮ বিকেল ৩:০০ টায় ডাব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে “শিশুদের উপর পরোক্ষ ধূমপানের প্রভাব ও প্রতিকারে করণীয়” শীর্ষক একটি আলোচনা সভা আয়োজন করা হয়।
প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন সেক্রেটারী জেনারেল হেলাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল ÒEnhance Screening at Tertiary Care Hospitals to Increase Child Tuberculosis Case Notification in Bangladesh শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আইআরডি এর চাইল্ড টিবি কন্টোল এর টিম লিডার সাগুফতা সুলতানা। সভায় আরো বক্তব্য রাখেন দ্যা ইউনিয়নের কারিগরী পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। সঞ্চালনা করেন, ডাব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।
বক্তারা বলেন, গৃহে, পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের ভয়াবহ শিকার শিশুরা । এর ক্ষতিকর প্রভাব শিশুদের মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করছে। এ অবস্থা থেকে উত্তোরণে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যার যার অবস্থান থেকে, নিজ পরিবার এবং বাসা থেকে এগিয়ে আসতে হবে। তামাক একদিকে যেমন অর্থনীতি ও পরিবেশকে ক্ষতিগ্রস্থ করছে। অপরদিকে আগামী প্রজন্মর সুস্থ্য স্বাভাবিকভাবে বেড়ে উঠাকে বাধাগ্রস্থ করছে। মাননীয় প্রধানমন্ত্রনীর সপ্ন বাস্তবায়ন এবং এসডিজির লক্ষ অর্জনে তামাকের ব্যবহার কমিয়ে আনার বিকল্প নেই। এলক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রে এগিয়ে আসতে হবে।
উন্মুক্ত পর্বে আলোচনা করেন, একলাব এর প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল কাদের, টিসিআরসি এর প্রকল্প কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, বিআরডিএস এর নির্বাহী পরিচালক রিয়াজুল ইসলাম, পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধি ফারিনা তাবাসসুম, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, বাচঁতে শিখ নারীর কর্মকর্তা সরওয়ার তমিজ উদ্দিন, তাবিনাজের প্রতিনিধি মো: রাশেদুজ্জামান, আইডাব্লিউবি এর প্রতিনিধি মোঃ মিঠুন, কারিতাস এর প্রতিনিধি অগাষ্টিন মিন্টু হালদার, এইড ফাউন্ডেশন এর প্রতিনিধি আবু নাসের অনিক, হলি টাইম এর সম্পাদক শ্যামল কান্তি নাগ প্রমূখ।