News
জাতীয় তামাকমুক্ত দিবস ২০২১ উপলক্ষে ডাস্ এর বিভিন্ন কর্মসূচি
”জীবন বাঁচাতে তামাক ছাড়ি, তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেভলপমেন্ট এ্যক্টিভিটিস অফ সোসাইটি- ডাস্ জাতীয় তামাকমুক্ত দিবস ২০২১ উপলক্ষে ৮ ও ৯ অক্টোবর দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির শেষদিন ০৯ অক্টোবর ২০২১ সায়েদাবাদ বাস টার্মিনালে মানববন্ধন, পথসভা ও স্টীকার ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি। কর্মসূচির শেষে “বাস টার্মিনালে ধূমপান করা আইনত দন্ডনীয় অপরাধ” শীর্ষক একটি অভিযোগ বাক্স এবং সায়েদাবাদ বাস টার্মিনালকে ধূমপানমুক্ত করণে একটি বড় ব্যানার টার্মিনালে স্থাপন করা হয় ।
ডাস্’র প্রকল্প পরিচালক দোয়া বখশ্ শেখ সহ প্রকল্প’র অন্যন্য কর্মকর্তা, টার্মিনালের বাস-মিনিবাসের মালিক ও শ্রমিক নের্তৃবৃন্দ, ইজারাদার এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।