News
ডাস এর উদ্যোগে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২০ উদযাপান
জাতীয় তামাকমুক্ত উপলক্ষ্যে ৯ অক্টোবর রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অবস্থান কর্মসূচী ও লিফলেট/স্টিকার ক্যাম্পেইন পরিচালনা করে ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিস অব সোসাইটই-ডাস।
এসময় পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে গণপরিবহণে ধূমপানের ক্ষতি এবং সংশ্লিষ্ট আইন, অধূমপায়ীর অধিকার নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভার পরে বাসে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ধূমপানমুক্ত সাইনেজ স্থাপন করেন ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিস অব সোসাইটই-ডাস এর কর্মকর্তাবৃন্দ।
একই দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনেও তামাক বিরোধী কর্মসূচী পালন করে ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিস অব সোসাইটই-ডাস।