News
যশোরের ঝিকরগাছায় জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপন
৯ অক্টোবর যশোরের ঝিকরগাছা উপজেলায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন পিপিএস, পেন ফাউন্ডেশন, স্বজন চক্র, গ্রীনভিউ, ও একতা সমাজ কল্যাণ সোসাইটির যৌথ ভাবে আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন পিপিএস এর নির্বাহি পরিচালক আবুল কালাম আজাদ, পেন ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক মেঘনা ইমদাদ, স্বজন চক্রের নির্বাহি পরিচালক সুভাস ভক্ত ও একতা সমাজ কল্যাণ সোসাইটির নির্বাহি পরিচালক এবাদুল হক।বিশিষ্ট কথা সাহিত্যিক সফিয়ার রহমান ও কবি গীতিকার টিপু সুলতান।