News
সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা/উপজেলা সকল কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা ও সাইনেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ০৫ ডিসেম্বর ২০১৮ সকাল ১১.০০টায় সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় জেলার সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার ও প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে অফিসকে আনুষ্ঠানিকভাবে “ধূমপানমুক্ত” ঘোষণা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ খান।
সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন আরডিএসএ এর সার্বিক সহযোগীতায় “ধুমপানমুক্ত অফিস” শীর্ষক এর স্টিকার যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলার সকল কার্যালয়ের প্রতিনিধিবৃন্দের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, সুনামগঞ্জে আরডিএসএ, বাংলাদেশ তামাক বিরোধী জোট, স্বপ্নডানাসহ অন্যান্য তামাক বিরোধী সংগঠনের সাথে ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে তামাক নিয়ন্ত্রণে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. শাহানুর আলম, স্বেচ্ছাসেবী সংগঠন আরডিএসএ এর নির্বাহী পরিচালক ও জেলা যুব প্রতিনিধি ও যুব সংগঠক জনাব মো. মিজানুল হক সরকার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. মাহফুজুর রহমান, জনাব মোহাম্মদ পেয়ার আহমেদ, জনাব গোপাল চন্দ্র দাস, প্রশিক্ষক (মৎস্য) জনাব মো. আবু সাইদ শেখ, প্রশিক্ষক (কম্পিউটার) জনাব মো. আলমগীর কবির, প্রশিক্ষক (পোষাক) জনাব হাছিনা জোহুরা, সহকারী প্রশিক্ষক (ইলেক: এন্ড হাউজ:) জনাব তপন কুমার তালুকদার, ক্রেডিট সুপারভাইজার জনাব মো. মুজিবুর রহমান, জনাব মো. জিল্লুর রহমান, জনাব আব্দুল জলিল আহমেদ, জনাব একেএম শামছুল হক, জনাব মো. মহিম উদ্দিন, জনাব সুনির্মল দাস প্রমূখ।