“Conference on Sustainable Tobacco Control in Bangladesh”

প্রেরন করেছেন : admin , Web Developer, kakrail,81/f,dhaka

দ্যা ইউনিয়নের আর্থিক সহায়তায় ডাব্লিউবিবি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট যৌথভাবে ১২ জানুয়ারী ২০২১, কৃষিবিদ ইন্সটিটিউট অব বাংলাদেশ এ “Conference on Sustainable Tobacco Control in Bangladesh” শীর্ষক দিনব্যাপী একটি সম্মেলন আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্য, অর্থনীতি, পরিবেশ সকল ক্ষেত্রেই তামাকের ক্ষতিকর প্রভাব বর্তমান। অসংক্রামক রোগের অন্যতম প্রধান একটি কারন তামাকের ব্যবহার। বর্তমানে বিশ^ব্যপী অসংক্রামক রোগের কারনে মোট মৃত্যুর হার ৬৮% যা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। দিনের পর দিন জনগনের মধ্যে অসংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধি, দীর্ঘমেয়াদী চিকিৎসা ও রোগের দীর্ঘস্থায়ী চরিত্রের কারণে এটি আর্থ সামাজিক অবস্থা ও চিকিৎসা ব্যায়ের উপর গুরুতর প্রভাব ফেলছে।

ক্রমবর্ধমান রোগের জন্য জনসাধারণকে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান রাষ্ট্র ও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এমতাবস্থায় শারিরিক, মানসিক স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দিকে নজর দেওয়া প্রয়োজন।

জনস্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকের ব্যবহার ৫% এ কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। সফলতা অর্জনে বর্তমান আইনটি সংশোধনের পাশাপাশি দেশে সরকারের তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টার সাথে সাংঘর্ষিক আইনগুলোর দূর্বলতা দূরীকরণ এবং তামাক নিয়ন্ত্রণে সরকার এবং বেসরকারী সংস্থার জন্য তহবিল গঠন করা প্রয়োজন।

এমতাবস্থায়, উক্ত বিষয় বিবেচনায় নিয়ে তামাক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে দ্যা ইউনিয়নের আর্থিক সহায়তায় ডাব্লিউবিবি ট্রাস্ট ও বাংলাদেশ তামাক বিরোধী জোট যৌথভাবে ১২ জানুয়ারী ২০২১, কৃষিবিদ ইন্সটিটিউট অব বাংলাদেশ এ “Conference on Sustainable Tobacco Control in Bangladesh” শীর্ষক দিনব্যাপী একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। 

উক্ত সম্মেলনে সারাদেশ থেকে শতাধিক সরকারী, বেসরকারী ও আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধি, পরিবেশবিদ, গণমাধ্যম প্রতিনিধি, কৃষিবিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ সরাসরি ও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন। তামাক নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত বিষয়াবলীর উপর সম্মেলনে আলোচনা ও একাধিক প্রবন্ধ উপস্থাপন করা হবে।