এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়নে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়নের আহ্বান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি, এফসিটিসি প্রতিপালন এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ‘তামাকমুক্ত বাংলাদেশ’ প্রত্যয় বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩০ নভেম্বর ২০২০ সকাল ১১টায় মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সভা কক্ষে ‘এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়নে কোড অব কন্ডাক্ট প্রণয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উক্ত মন্তব্য করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: এ এইচ এম এনায়েত হোসেন।

সভায় বেসরকারী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের জন্য একটি কোড অব কন্ডাক্ট প্রণয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ তামাক বিরোধী জোট, দি ইউনিয়ন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট’র আয়োজনে সভায় আলোচনা করেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. একেএম আমিরুল মোর্শেদ খসরু , ভাইটাল স্ট্রাটেজিস-বাংলাদেশ এর হেড অব প্রোগ্রাম্স মো. শাফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-বাংলাদেশ এর ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র পরিচালক গাউস পিয়ারী প্রমূূখ।

দি ইউনিয়নের কারিগরী পরামর্শক এড. সৈয়দ মাহবুবুল আলম সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান সভা সঞ্চালনা করেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন বিভাগের পরিচালক, লাইন ডাইরেক্টর, উপ-পরিচালকবৃন্দ সভায় বক্তব্য রাখেন। এছাড়াও ঢাকা আহসানিয়া মিশন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, এইড ফাউন্ডেশন, টিসিআরসি-ডিআইইউ, ডাস, অর্থনৈতিক গবেষণা ব্যুরো-ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।