ঝিনাইদহে দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষনা

ঝিনাইদহ পৌর এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন এইড ফাউন্ডেশন ও ‘পদ্মা সমাজকল্যান সংস্থা’র যৌথ উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ তসলিমা খাতুন।

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাক জাত দ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা নিষিদ্ধ’ প্রচারণার অংশ হিসাবে ঝিনাইদহ উজির আলী স্কুল এ্যান্ড কলেজ এবং নিউ একাডেমী স্কুলের শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণে সড়ক অঙ্কন ও বোর্ড স্থাপন করা হয়।

সড়ক অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ তসলিমা খাতুন। উদ্বোধনী বক্তব্যে তিনি ঘোষনা করেন “আজ থেকে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন তামাকজাত দ্রব্যর দোকান থাকবে না, এই ঘোষনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উক্ত কর্মসূচীতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদিউজ্জামান, ‘পদ্মা সমাজকল্যান সংস্থা’র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাব এর সহ সভাপতি জনাব ফয়সাল আহমেদ, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা জনাব নাছির উদ্দীন বিশ্বাস এবং স্কুলের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।