তামাকজাত দ্রব্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয় শীর্ষক সিলেট বিভাগীয় সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০১৮ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে “তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়” শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য টিসিআরসি’র সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল’র সমন্বয়কারী যুগ্ম সচিব মো. খলিলুর রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল ইসলাম।

জাতীয় তামাক নিয়ন্ত্রন সেলের প্রোগ্রাম অফিসার ফরহাদুর রেজা এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়, মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা: মো. শাহজাহান কবির চৌধুরী, হবিগঞ্জের সিভিল সার্জন ডা: সুচিন্ত চৌধুরী, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, মো. ফখরুল ইসলাম, উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির প্রমূখ।

তামাক নিয়ন্ত্রন আইন ও এর বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল’র সমন্বয়কারী যুগ্ম সচিব মো. খলিলুর রহমান। তামাক নিয়ন্ত্রনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর গুরুত্ব ও করনীয় শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসি’র সদস্য সচিব মো. বজলুর রহমান।

সভাপতির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মূদ্রণ জনস্বাস্থ্য রক্ষায় একটি যুগপোযোগী সিদ্ধান্ত। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তদারকী করা হবে। জেলা প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে।