‘তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে, বিজ্ঞাপন বন্ধে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা

২৯ জুন ২০২০ সোমবার সকাল ১১ টায় জুম অনলাইনে ‘তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে, বিজ্ঞাপন বন্ধে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি সম্মিলিতভাবে আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), এইড ফাউন্ডেশন, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, নাটাব ও ডব্লিউবিবি ট্রাস্ট। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র এলাইন্স ফর হেলদি সিটির সদস্য সচিব, মানিকগঞ্জ পৌরসভা মেয়র জনাব গাজী কামরুল হুদা সেলিম। ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন দ্যা ইউনিয়নের কারীগরি পরার্মশক মাহাবুবুল আলম তাহিন, এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, নাটাবের প্রকল্প সমন্বয়কারী খলিল উল্লাহসহ সারাদেশে তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

জুম সফটওয়ারের মাধ্যমে সভায় আন্তর্জাতিক সংস্থা সিটিএফকে, তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংস্থা সাফ, ইপসা, রাণী,সিডাস, টিসিআরসি, পদ্মা, সিয়াম, এসিডি, এইড, ডাস, সাবলম্বী, আশ্রয়, ডিডিপি, বিএনটিটিপি, লফস, টোব্যাকো কন্ট্রোল লিডারস ইন বাংলাদেশ, বিসিসিপি, ম্যাক বাংলাদেশ, মৌমাছি, আলো, পিডিএস, স্বপ্নডানা, ওয়াল্ড ক্যান্সার সোসাইটি, সূচিতা, বউকস, অগ্রদূতসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহন করেন।