তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রণ

জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে ০৯ অক্টোবর ২০১৮ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোটের উদ্যোগে “তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রণ” শীর্ষক একটি অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রকল্প পরিচালক ডা. গোলাম মহিউদ্দিন, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, জেষ্ঠ সাংবাদিক নিখিল ভদ্র, গ্রীন মাইন্ড সোসাইটি’র সভাপতি আমির হাসান, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান, ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার মো. নাজমুল হায়দার প্রমূখ উপস্থিত ছিলেন। 

এতে বক্তারা বলেন, সরকার তামাক নিয়ন্ত্রণে কাজ করলেও তামাক কোম্পানিতে সরকারের অংশিদারিত্ব উচ্চ পদস্থ কর্মকর্তাদের সরাসরি তামাক কোম্পানির স্বার্থ রক্ষায় সম্পৃক্ত করছে। এতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বাধাগ্রস্থ হচ্ছে। অবিলম্বে তামাক কোম্পানি থেকে সরকারের অংশিদারিত্ব বাতিল করা প্রয়োজন। দেশে বহুজাতিক তামাক কোম্পানির বিনিয়োগ জনস্বাস্থ্যকে চরম ঝুঁকির মধ্যে ফেলবে বলে অভিহিত করেন বক্তারা। তাই তামাক কোম্পানির সম্প্রসারণ নয়, সংকোচন করার দাবী উঠে আসে কর্মসূচি থেকে।

বক্তারা আরো বলেন, তামাকের ক্ষতিকর দিকগুলো শুধু জেনে বা সচেতন হয়েই এর প্রতিরোধ করা সম্ভব নয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, মাস্তুল ফাউন্ডেশন, একলাব, অর্ক ফাউন্ডেশন, ব্যুরো অব ইকোনোমি এন্ড রিসার্স-ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপসা, এইড ফাউন্ডেশন, নাটাব, তাবিনাজ, টিসিআরসি, ইন্সটিটিউট অব ওয়েলবিং, মানব উন্নয়ন সংগঠন, বিসিসিপি, নারী প্রগতি সংগঠন, প্রত্যাশা, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), হিমু পরিবহন, সুপ্র, নারীপক্ষ, নবনীতা মহিলা কল্যান সমিতি, বাঁচতে শিখ নারী, কারিতাস বাংলাদেশ, আই.আর.ডি, নাগরিক অধিকার সংরক্ষন ফোরাম, সোস্যাল শেল্টার, পিইউবি, গণমাধ্যম, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, সু-প্রভাত, ইকো সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।