সকল তামাকজাত দ্রব্য তামাক নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভূক্ত করা উচিত
তামাকজাত দ্রব্য হিসেবে সাদা পাতা, জর্দ্দা, গুলসহ সকল ক্ষতিকর তামাকজাত দ্রব্যকে তামাক নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভূক্ত করা উচিত । ২৬ জানুয়ারি ২০১১ জাতীয় প্রেসক্লাবে “মহিলা এবং শিশুদের তামাকের ক্ষতিকার প্রভাব থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের উন্নয়ন” শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
 
ডাব্লিউবিবি ট্রাস্ট ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে এই সেমিনারে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্টের সহসভাপতি বদিউল আলম মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক স্টেন্ডিং কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এছাড়া এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক রওশন আরা বেগম, নির্বাহী পরিচালক বাচতে শেখ নারী ফিরোজা বেগম, নাটাব এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাগুফতা সুলতানা, উবিনীগের গবেষক সীমা দাস শিমু, মানব উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর হাবিবুর রহমান প্রমূখ।