সিগারেট ও বিড়ির মডেল প্যাকেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কাছে হস্তান্তর

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট মানুষের স্বাস্থ্যের উপর তামাকের প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে সচিত্র সতর্কবাণী দিয়ে বিড়ি, সিগারেট এবং জদ্দার নমুনা প্যাকেট তৈরী করে। ১৮ মার্চ ২০১০ তারিখে ডাব্লিউবিবি ট্রাস্ট বিড়ি, সিগারেট এবং জদ্দার সচিত্র সতর্কবাণী দিয়ে তৈরী প্যাকেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রফেসর ডা. মোস্তফা জামান এর হাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেয়। কালি লার্সন, অফিসিয়াল অফ ব্লুমবার্গ ফিলাক্রথ্রপিস, ডা. এহসান লতিফ (পরিচালক তামাক নিয়ন্ত্রণ), দি ইউনিয়নের ডা. শালিনী, ডা. আশরাফুলইসলাম, প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ডা. শাহজাহান এবং বিসিসিপি এর নির্বাহী পরিচালক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।